‘ষড়যন্ত্র করে ক্ষমতা পেতে চায় বিএনপি’
সাভার সংবাদদাতা : নির্বাচনের মাধ্যমে নয়, ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতা পেতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
রবিবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক কর্মীসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২০১৯ সালের আগে বিএনপির এই মনোবাসনা পূর্ণ হবে না। বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের মধ্যদিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। সে উদ্দেশ ব্যর্থ হওয়ায় তারা এবার উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে।
বিএনপি কোনো রাজনৈতিক দল নয় উল্লেখ করে ফজলুল হক সেলিম বলেন, তারা আন্দোলনের নামে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। তারা একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন। তারা যত তাড়াতাড়ি নিশ্চিহ্ন হবে ততোই দেশের মঙ্গল হবে বলেও মন্তব্য করেন তিনি।
কর্মীসভায় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাভার সংসদ সদস্য ডা. এনামুর রহমান, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এনএইচ/জেএম/এএল/ফেব্রুয়ারি ১০, ২০১৪)