কুমিল্লায় গৃহপরিচারিকা বেশে ডাকাতির চেষ্টা, আটক ১
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লাকসামে গৃহপরিচারিকার বেশে ডাকাতির চেষ্টার সময় ডাকাত দলের ছুরিকাঘাতে গৃহকর্ত্রী ও তার পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন।
রবিবার রাত ৮টার দিকে মধ্য লাকসামের প্রবাসী জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বাসার গৃহকর্ত্রী ডা. পেয়ার আহমেদের স্ত্রী রৌশন আহমেদ (৫৫) ও তার পুত্রবধূ নাসিমা শাহরিন সীমা (২৫)।
এ ঘটনায় গৃহপরিচারিকাবেশী ডাকাত রেশমাকে (৩০) স্থানীয়রা আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক রেশমা কুমিল্লা সদর উপজেলার সাতরা গ্রামের জহিরের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে বাসার গৃহপরিচারিকাবেশী রেশমা গৃহকর্ত্রীকে ডাক দিলে তিনি দরজা খোলেন। এ সময় তিন পুরুষ ডাকাত ঘরে প্রবেশ করে এবং মালামাল লুটপাটের চেষ্টা চালায়। এ সময় গৃহকর্ত্রী রৌশন আহমেদ ও পুত্রবধূ নাসিমা চিৎকার দিলে ডাকাতদল সদস্যরা তাদেরকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় রেশমাকে স্থানীয়রা আটক করে। অপর তিন ডাকাত পালিয়ে যায়। পরে আহতাবস্থায় গৃহকর্ত্রী ও তার পুত্রবধূকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে লাকসাম থানায় আটক রেশমা ডাকাতির কথা স্বীকার করে বলে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে এক সপ্তাহ আগে ওই বাসায় গৃহপরিচারিকার কাজ নিয়েছিল। ঘটনার দুই দিন আগে ছুটিতে গিয়ে রবিবার ডাকাতির প্রস্তুতি নিয়ে তার স্বামী জহির, প্রতিবেশী মহিউদ্দিন ও আরও একজনসহ তারা এ ঘটনা ঘটিয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী দ্য রিপোর্টকে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
(দ্য রিপোর্ট/জেপি/জেএম/এএল/ফেব্রুয়ারি ১০, ২০১৪)