শেষ হলো কলকাতা বই উৎসব
কলকাতা প্রতিনিধি : থিম কান্ট্রি পেরুর নাচ দিয়ে রবিবার রাত ৯টায় শেষ হলো ৩৮তম কলকাতা বই উৎসব৷
এবারের বইমেলায় প্রায় ২১ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে গিল্ড সূত্রে জানা গেছে৷
প্রায় ২০ লক্ষ মানুষের সমাগম হয় বইপ্রেমীদের মিলনমেলা কলকাতা বই উৎসবে।
প্রতিবারের মতো এবারও ঠিক রাত ৯টায় বইমেলার মাঠে বেজে উঠল বিদায় ঘণ্টা। মাঠজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখো মানুষের করতালিতে মুখরিত হয়ে উঠে গোটা প্রাঙ্গণ। আর নিভে যায় একের পর এক স্টলের আলো।
২০১৫ সালে বইমেলা অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি, যার ফোকাল থিম কলম্বিয়া।
৩৮তম কলকাতা বই উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু দে, সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ অন্যান্য সাহিত্যিকরা৷
এবারের উৎসবে বই বিক্রিও আশানুরূপ হয়েছে বলে জানায় গিল্ড কর্তৃপক্ষ৷ বাংলাদেশের কার্জন হলের বইয়ের দোকানগুলি থেকে বেশি বিক্রি হয়েছে ইসলামিক বই, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বই আর বাংলাদেশি রান্নার বই৷
(দ্য রিপোর্ট/এসএম/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)