নিয়ন্ত্রণে আসেনি অস্ট্রেলিয়ার দাবানল
দ্য রিপোর্ট ডেস্ক : গরম আবহাওয়া ও বাতাসের কারণে অস্ট্রেলিয়ার দাবানলের তীব্রতা বেড়েই চলেছে। দাবানলের কারণে ভিক্টোরিয়া রাজ্যে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে এবং একজন অগ্নিনির্বাপককর্মী আহত হয়েছেন।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের আশপাশ থেকে ইতোমধ্যে অনেককে সরে যেতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ২০০৯ সালের পর এটিই সবচেয়ে খারাপ অবস্থা ভিক্টোরিয়া রাজ্যে। ওই বছর দাবানলে ১৭৩ নিহত ও প্রায় দুই হাজার বাড়ি ধ্বংস হয়েছিল।
সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস প্রদেশে জরুরি অগ্নিনির্বাপককর্মীরা আগুন নেভানোর কাজ করছেন।
ভিক্টোরিয়ার কমপক্ষে ৭০টি স্থানে আগুন জ্বলছে এবং কমপক্ষে ১৫টি স্থানে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে।
এদিকে, দাবানলের কারণে মেলবোর্নের কয়লাচালিত ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ স্টেশন নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কর্মকর্তারা।
ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী ডেনিস ন্যাপথিন দাবানলে আক্রান্ত সবাইকে সাহায্যের ঘোষণা দিয়েছেন।
(দ্য রিপোর্ট/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)