দ্য রিপোর্ট ডেস্ক : বিশাল ব্যবধানে জয়ী হয়ে টোকিওর গভর্নর নির্বাচিত হয়েছেন সাবেক টিভি উপস্থাপক ও মন্ত্রী ইয়োচি মাসুজো।

রবিবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে পরাজিত করে তিনি গভর্নর নির্বাচিত হন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ইয়োচি মাসুজোর এই বিজয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

দেশটির লিবারেল ডেমোক্রেটিক পার্টির সমর্থন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন ৬৫ বছর বয়সী মাসুজো।

নবনির্বাচিত গভর্নর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি টোকিওকে বিশ্বের এক নাম্বার শহরে পরিণত করব।’

২০২০ সালের টোকিও অলিম্পিক সফল করার প্রত্যয়ও ঘোষণা করেন তিনি।

প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালুর সমর্থক টোকিওর নবনির্বাচিত গভর্নর। সূত্র : রয়টার্স।

(দ্য রিপোর্ট/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)