দ্য রিপোর্ট ডেস্ক : সুইজারল্যান্ড সরকারের সতর্কবার্তা সত্ত্বেও দেশটির জনগণ অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে ভোট দিয়েছে। রবিবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শেষ মুহূর্তে জাতীয়তাবাদী গ্রুপগুলোর অভিবাসীবিরোধী বিশেষ করে দেশটিতে মুসলিমদের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রচার করায় এই ফল বলে ধারণা করা হচ্ছে।

দেশটির টেলিভিশনে ঘোষিত ফলাফলে বলা হয়, ৫০.৩ শতাংশ ভোটার অভিবাসী নিয়ন্ত্রণের পক্ষে এবং ৪৯.৭ শতাংশ ভোটার বিপক্ষে ভোট দেন। ব্যবধান মাত্র ৩০ হাজার ভোটের।

ভোটের পর দেশটির বিচারমন্ত্রী বলেন, ‘সুইজারল্যান্ডের অর্থনীতির জন্য এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। এটি বর্তমানে চলা স্বাধীন চলাচলের নীতি থেকে দূরে সরে যাওয়া।’

সদস্য না হলেও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির গভীর সম্পর্ক রয়েছে। ইইউভুক্ত দেশগুলো এবং সুইজারল্যান্ডের নাগরিকরা খুব সহজেই নিজেদের মধ্যে চলাচল করতে পারে। কিন্তু নতুন এই আইনের ফলে সেটি বাধাগ্রস্ত হবে।

অবশ্য দুই বছর আগেই মধ্য ও পূর্ব ইউরোপের ৮টি দেশ থেকে আসা অভিবাসীদের ওপর কোটা আরোপ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএম/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)