বরিশালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পানামা ফারুক নিহত
বিধান সরকার, বরিশাল : বরিশাল নগরীর চকবাজার এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন তালিকাভুক্ত সন্ত্রাসী ফারুক আহমেদ পানামা। সোমবার ভোর সাড়ে ৬টায় ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে।
র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, রাতে তাদের নিয়মিত টহল দল চকেরপুল এলাকায় পৌঁছলে পানামা এবং তার সঙ্গীরা টহল মাইক্রোবাসে গুলি করে। এ সময় র্যাবের ডিএডি ফারুকের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় তিনি বেঁচে যান। র্যাব পাল্টা গুলি করলে পানামা মারা যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি কাটা রাইফেল, চারটি ছোরা ও ৩৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
ফারুক আহমেদ পানামা নগরীর ৮ নাম্বার ওয়ার্ডের রাজার রোডের ইয়াকুব আলী মিয়ার পুত্র। ১৯৯৮ সালে যুবলীগের ব্যানারে সে সন্ত্রাসী কর্মকাণ্ড চলাতো। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে পানামা আত্মগোপনে চলে যায়। বছরখানেক আগে জামিনে মুক্ত হয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করে হেরে যায়।
সম্প্রতি সে আবারও বেপরোয়া হয়ে উঠেছিল বলে এলকাবাসী জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/বিএস/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)