দিরিপোর্ট২৪ প্রতিবেদক: আবাসিক প্লটের অনুমোদন নিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহারকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান। জাতীয় সংসদে সোমবার লিখিত প্রশ্নোত্তরে তিনি কথা জানান।

জাতীয় পার্টির সংসদ সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাজধানীর কিছু কিছু আবাসিক প্লট অনুমোদন ছাড়াই বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এটি সম্পূর্ণ বেআইনি। এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রুটিন কাজ।

সংসদ সদস্য পিনু খানের প্রশ্নের জবাবে আবদুল মান্নান খান বলেন, ‘ঢাকা শহরের উপর জনসংখ্যার চাপ কমানোর লক্ষ্যে রাজধানীর চারপাশে চারটি স্যাটেলাইট টাউন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ঢাকার কামরাঙ্গীর চর স্যাটেলাইট টাউন, বংশী-ধামরাই স্যাটেলাইট টাউন, ইছামতি-সিরাজদিখান স্যাটেলাইট টাউন ও ধলেশ্বরী-সিংগাইর স্যাটেলাইট টাউন। এই চারটি প্রকল্প নীতিগত অনুমোদনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

(দিরিপোর্ট২৪/আরএইচ/আইজেকে/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)