উপজেলা নির্বাচন : ২৯ প্রার্থীর আপিল
৩ দিনেও মিলছে না আপিল দায়েরের পূর্ণাঙ্গ তথ্য
দ্য রিপোর্ট প্রতিবেদক : ১১৭ উপজেলায় মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থীদের আপিল দায়েরের শেষ দিন ছিল শুক্রবার। কিন্তু সোমবার পর্যন্ত জানা যায়নি কতজন আপিল দায়ের করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) এ সব তথ্য সংগ্রহের জন্য ১৬ কর্মকর্তাকে দায়িত্ব দেয়। কিন্তু তারা কোনো কাজই করছেন না। তাদের অবহেলায় সোমবার পর্যন্ত আপিল দায়েরের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
সোমবার থেকে আপিলের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে কারও তেমন কোনো গরজ নেই। কোনো কমিশনারই তথ্য দিতে চান না। তাদেরও এ নিয়ে তেমন মাথাব্যথা নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।
তবে সোমবার ১১৪টি উপজেলার আপিল দায়েরের তথ্য পাওয়া গেছে। এ সব উপজেলায় মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন ১১ চেয়ারম্যান প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ১৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর আপিল করার খবর সংগ্রহ করতে পেরেছে ইসি।
অন্যান্য উপজেলার তথ্য সোমবারের মধ্যে সংগ্রহ করা হবে বলে জানিয়েছে ইসি।
১১৭টি উপজেলায় মনোনয়নপত্র বাতিল হয়েছিল চেয়ারম্যান পদে ৪৭, ভাইস চেয়ারম্যান পদে ৪৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থীর।
(দ্য রিপোর্ট/এমএস/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)