যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে সড়কের ভুল লেনে উল্টোদিকে গাড়ি চালানোর সময় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
ফ্লোরিডার টাম্পা এলাকায় রবিবার রাত ২টায় একটি ফোর্ড গাড়ির সঙ্গে একটি হুন্ডাই-সোনাটা গাড়ির সংঘর্ষে ফোর্ড গাড়ির চালক ও অন্য গাড়িতে থাকা চারজন নিহত হয়েছেন বলে ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। সংঘর্ষের পর ফোর্ড গাড়িতে আগুন ধরে যায় বলে ওই বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে। আগুনে অন্য গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে ক্যালিফোর্নিয়ার ডায়মন্ড বারের সিক্সটি ফ্রিওয়েতে সোমবার ভোরে সড়কের ভুল লেনে উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে অন্য দুটি গাড়ির সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন বলে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল পুলিশ জানিয়েছে।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে এ সব দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
(দ্য রিপোর্ট/কেএন/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)