বগুড়া সংবাদদাতা : জেলার কাহালুতে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী জিল্লি বেগম (২৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী আবু বক্কর সিদ্দিককে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সিদ্দিক উপজেলার পারপাতার গ্রামের ইউসুফ ফকিরের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাতেই কাহালু থানায় একটি মামলা দায়ের করেছেন। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘রবিবার রাত ৯টায় উপজেলার পারপাতার গ্রামে স্বামী-স্ত্রীর কথাকাটাকাটির একপর্যায়ে স্বামী কুড়াল দিয়ে স্ত্রী জিল্লি বেগমকে আঘাত করে। আহতাবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।’

এ ঘটনায় দায়ের করা মামলায় স্বামী সিদ্দিককে সোমবার সকালে পলায়নের সময় উপজেলার কুড়বিশার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)