ব্রাজিল-কম্বোডিয়ায় ভিসা ছাড়া ভ্রমণ
দ্য রিপোর্ট প্রতিবেদক : কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ব্রাজিল ও কম্বোডিয়ায় ভিসা ছাড়া ৩০ দিন ভ্রমণ করতে পারবেন। এ জন্য বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল/সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
একই সঙ্গে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল/সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব দেওয়া হয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সোমবার এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, এ দুটি চুক্তির মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল/সার্ভিস পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৩০ দিন ব্রাজিল ও কম্বোডিয়ায় অবস্থান করতে পারবেন। ওই দুটি দেশের এ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশে একই ভাবে অবস্থান করতে পারবেন।
এ চুক্তির মাধ্যমে ব্রাজিল ও কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হবে জানিয়ে সচিব বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ব্যবসায়ীসহ অন্যদের ক্ষেত্রে এ দুই দেশে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করা হবে।
বর্তমানে ১২টি দেশের সঙ্গে এমন ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, তুরস্ক, লাওস ও বেলারুশ। আরও ১১টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।
এ ছাড়া গত ১৬ ও ১৭ জানুয়ারি ভা্রতের দিল্লিতে অনুষ্ঠিত পঞ্চম সার্ক বিজনেস লিডারস কনক্লেভে (এসবিএলসি) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরএমএম/ইইউ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)