মানিকছড়িতে বিএনপির সিনিয়র সহ-সভাপতি বহিষ্কার
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমকে আজাদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্ত্রী প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।
মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এমএ করিম জানান, গত বৃহস্পতিবার তার সভাপতিত্বে বিএনপির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, আরব আলী, যুবদলের সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম, ছাত্রদলের আহ্বায়ক মীর হোসেন ও কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলামসহ মানিকছড়ি উপজেলা বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, মানিকছড়ি উপজেলা বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী বেগমকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু এমকে আজাদ স্ত্রী রাহেলা আক্তারের জন্য দলীয় মনোনয়ন না চাইলেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তাকে প্রার্থী করেন।
(দ্য রিপোর্ট/এইচএমপি/ইইউ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)