চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : প্রায় সাড়ে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর রবিবার রাত ১২টায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আখাউড়া রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আব্দুল মোতালেব দ্য রিপোর্টকে জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আখাউড়ার গঙ্গাসাগর স্টেশনের কাছে ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলরুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শেষ করার পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
(দ্য রিপোর্ট/এসকে/এমএইচও/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)