সিরাজগঞ্জ সংবাদদাতা : সদর উপজেলা ও সলঙ্গায় নারীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের জাফর আলীর মেয়ে জাহানারা ও আজিজুল রহমানের ছেলে ফয়জুর রহমান।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারিক দ্য রিপোর্টকে জানান, রবিবার রাত ১০টায় সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর পাড়ে গলাকাটা এক নারীর মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে সিরজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার দাদপুর জিআর কলেজসংলগ্ন এলাকায় এক যুবকের মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/আরএ/এমএইচও/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)