দ্য রিপোর্ট ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থাকার পরও ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

ওল্ড ট্র্যাফোর্ডে এমন ড্রয়ের পর ইউনাইটেডের কোচ ডেভিড মোয়েস জানিয়েছেন, ফুটবলাররা আঘাত পেয়েছেন। কারণ তারা যেভাবে খেলার ফল চাইছেন, সেভাবে সবকিছু হচ্ছে না। মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে গানারদের মুখোমুখি হতে হবে তাদের। মোয়েস এখন ওই খেলার দিকেই তাকিয়ে।

এদিকে, অপর ম্যাচে ইমানুয়েল আদেবায়োরের গোলে জয় পেয়েছে টটেনহ্যাম। তারা ১-০ তে হারিয়েছে এভারটনকে।

ইউনাইটেড এখন পয়েন্ট টেবিলের ৭ নাম্বারে রয়েছে। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে খেলতে হলে পয়েন্ট টেবিলে সেরা ৪-এ থাকতে হবে। শিরোপার আশা প্রায় শেষ ইউনাইটেডের। এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্য রাখতে হচ্ছে দলটিকে। কারণ চলতি মৌসুমের ২৫টি খেলা হয়ে গেছে। মৌসুমের আরও ১৩টি ম্যাচ রয়েছে। ইউনাইটেডের পরিস্থিতি বেশ খারাপ। কারণ তারা চতুর্থ স্থানে থাকা লিভারপুল থেকেও ৯ পয়েন্ট পেছনে।

মোয়েস ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা এখন পরবর্তী ম্যাচে চোখ রাখছি। আমাদের দলটি ভালো। তবে ফুটবলাররা বেশ আঘাত পেয়েছে। আমি প্রতিদিন দেখছি তারা এমন আঘাত পাচ্ছে। কারণ তারা যেভাবে ফলাফল চাইছে, সেভাবে হচ্ছে না।’

ফুলহ্যাম ১৯ মিনিটে এগিয়ে গিয়েছিল স্টিভ সিডওয়েলের গোলে। ইউনাইটেড ৭৮ ও ৮০ মিনিটে রবিন ফন পার্সি ও মাইকেল ক্যারিকের গোলে এগিয়ে যায়। ফুলহ্যাম সমতায় ফেরে অতিরিক্ত সময়ে ড্যারেন বেন্টের গোলে।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)