দ্য রিপোর্ট ডেস্ক : সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফা সিরিয়া শান্তি আলোচনার দ্বিতীয় পর্যায়।

তিনদিনের যুদ্ধবিরতিতে কয়েকশ’ মানুষ অবরুদ্ধ শহর হোমস ছাড়ার পর আবার দুইপক্ষের মধ্যে এ আলোচনা শুরু হতে যাচ্ছে।

এদিকে যুদ্ধবিরতির সত্ত্বেও হোমসে মর্টার নিক্ষেপ ও গোলাগুলি হয়েছে বলে অভিযোগ ওঠেছে। উভয় পক্ষই এ জন্য একে অপরকে দায়ি করছে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে মানবাধিকারকর্মীরা জানিয়েছেন।

গত ৩১ জানুয়ারি সিরিয়া সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো প্রত্যক্ষ চুক্তি ছাড়াই শেষ হয়েছিল এ শান্তি আলোচনার প্রথম দফা।

সরকার পক্ষ শান্তি আলোচনায় ‘সন্ত্রাসবাদ’ মোকাবেলার ব্যাপারে গুরুত্ব দেওয়ার কথা বললেও বিদ্রোহীরা চেয়েছিল বাশার আল-আসাদের অব্যহতির ব্যাপারে গুরুত্ব দিতে।

তবে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত লাখদার ব্রাহিমি তখন জানিয়েছিলেন, শান্তি আলোচনায় একটি ‘সাধারণ ঐক্যমতে’ পৌঁছেছে দুইপক্ষ।

২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ গৃহযুদ্ধে বাস্তুহারা হয়েছে ৯৫ লাখ মানুষ। সূত্র: বিবিসি

(দ্য রিপোর্ট/ কেএন/ ফেব্রুয়ারি ১০, ২০১৪)