সমাজকল্যাণ মন্ত্রীর থানায় অভিযোগ রেকর্ড করার নির্দেশ
মৌলভীবাজার সংবাদদাতা : অনেক মামলা থানাতে রেকর্ড করা হয় না। অপরাধসহ বিভিন্ন সমস্যার প্রকৃত চিত্র পাওয়ার জন্য অভিযোগ রেকর্ড করা প্রয়োজন। তাই যে কেউই অভিযোগ নিয়ে আসুক না কেন, সেটা রেকর্ড করতে পুলিশ সুপারকে নির্দেশ দেন সমাজকল্যাণ মন্ত্রী ও মৌলভীবাজার সদর আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার বেলা সাড়ে ১২টার সময় আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন। তিনি এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, প্রেসক্লাব সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
(দ্য রিপোর্ট/টিএফ/এমএইচও/এমসি/ফেব্রুয়ারি ১০, ২০১৪)