ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় ২ ব্যবসায়ী আহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সুমি (৩০) নামে এক মহিলার নেতৃত্বে দুই ফল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহতরা বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শহরের কুমারশীল মোড়ে সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শহরের বিরাশার এলাকার হাসু মিয়ার ছেলে মরম আলী (৩৫) ও জাহের মিয়া (৩০)।
ব্রাহ্মণবাড়িয়া মডেল (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, সুমির বিরুদ্ধে চাঁদাবাজি, মারপিট, সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
আহত মরম আলী অভিযোগ করেন, সোমবার সকালে তার কর্মস্থল কুমারশীল মোড়ের ফল দোকানে তিনি কাজ করছিলেন। এ সময় তার বরই রাখার টুকরিতে সুমি হঠাৎ করে এসে একটি লাথি দেয়। তখন মরম আলী ও জাহের মিয়া প্রতিবাদ করলে কিছুক্ষণ পর সুমির ফোন পেয়ে চার-পাঁচজন ছেলে এসে তাদের মারধর করে। এ সময় জাহের মিয়ার পেটে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া মরম আলীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।
মরম আলী আরও অভিযোগ করেন, দুর্বৃত্তদের দলে জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর ছোট ভাইও ছিল। এ ঘটনায় জনতা সুমিকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
(দ্য রিপোর্ট/এসকে/এমএইচও/এএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)