নারায়ণগঞ্জ সংবাদদাতা : ঢাকা জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তাবীর হোসেন খান ওরফে পাভেলকে (৩৯) একটি শটগান ও দুটি কার্তুজসহ আটক করা হয়েছে। সোমবার ভোরে নারায়ণগঞ্জের পুরান কোর্টে অবস্থিত র‌্যাব-১১ শহরের বাপ্পী সরণি থেকে তাকে আটক করে। সদর মডেল থানায় সোমবার দুপুরে তাকে হস্তান্তর করে র‌্যাব-১১।

এক প্রেস রিলিজে র‌্যাব জানান, পুরান কোর্টে অবস্থিত র‌্যাব-১১-এর সদস্যরা সোমবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, অস্ত্রসহ একটি মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএমএম/এমএইচও/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৪)