‘আ.লীগ জনগণের সরকার নয়’
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পাঁচ ভাগ ভোট পেয়েছে। কিন্তু ওই ভোট জনগণের দেওয়া নয়। আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ভোট দিয়েছে। তাই তারা জনগণের সরকার নয়।’
জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে যুব জাগপার উদ্যোগে ‘৫ জানুয়ারির নিহত গণতন্ত্র, মুমূর্ষু স্বাধীনতা’ র্শীষক আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল নোমান এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে বাংলার মানুষ অংশ নেয়নি। এর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছেন, গণতন্ত্রের প্রতি তাদের আস্থা রয়েছে।’
আওয়ামী লীগের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যারা দেশ পরিচালনা করার কথা বলছেন, তারা বৈধ সরকার নয়। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছেন। মানুষ ভোট দিতে চায়। আর এ জন্য প্রয়োজন নির্বাচনের। যদি আপনারা স্বেচ্ছায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না দেন তবে আন্দোলনের মাধ্যমে দাবি মানাতে বাধ্য করা হবে।’
তিনি চলমান সংসদ প্রসঙ্গে বলেন, ‘বর্তমানে যে জাতীয় সংসদ গঠিত হয়েছে, সে সংসদ বৈধ নয়। কেন না এ সংসদ জনগণের দ্বারা নির্বাচিত নয়।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইনসান আলম আক্কাস। সভায় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, নগর জাগপার সভাপতি আসাদুর রহমান খান, যুব বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল প্রমুখ।
(দ্য রিপোর্ট/এমএম/এমএটি/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)