দ্য রিপোর্ট ডেস্ক : বলিউডের পরিচালক করণ জোহরের কাছে এখনও সেরা মনে হয় অভিনেত্রী কাজলকেই। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপক সালমান খানের প্রশ্নের উত্তরে করণ এই মতামত দেন।

জানা গেছে, স্টার প্লাস টেলিভিশনের ওই অনুষ্ঠানে সালমান করণকে নিয়ে ‘শরবত উইথ সালমান’ নামের একটি মজার সেগমেন্ট উপস্থাপন করেন। উপস্থিত দর্শকরা হাসতে হাসতে নাজেহাল হন সালমানের এমন কর্মে।

সালমান র‌্যাপিড ফায়ার নামের ক্যাটাগরিতে করণের কাছে বলিউডের ৫ জন অভিনেত্রীর নাম তুলে ধরে জানতে চান করণ কাকে কীভাবে ক্রম আকারে সাজাবেন। তালিকায় ছিল ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোন, কারিনা কাপুর, কাজল ও মাধুরী দীক্ষিতের নাম।

করণ খুব দ্রুত জানান, ১. কাজল ২. কারিনা কাপুর ৩. মাধুরী দীক্ষিত ৪.দীপিকা পাডুকোন ও ৫. ক্যাটরিনা কাইফ।

(দ্য রিপোর্ট/এআর/এইচএসএম/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)