দ্য রিপোর্ট ডেস্ক : মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রা জুটির ছবি ‘হাসি তো ফাঁসি’। ভিনিল ম্যাথিউ পরিচালিত এই ছবিটি এরইমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে। ছবিতে হাসিটি কিন্তু পরিণীতির।

ইন্ডিয়ার এক্সপ্রেস এর সুত্র মতে, ৭ ফেব্রুয়ারি মুক্তির পর ৩ দিনের মধ্যে ছবিটি প্রায় ১৯ কোটি রূপির ব্যবসা করেছে। বিশেষভাবে লক্ষণীয় যে- মুক্তি পাওয়ার পরদিন সিনেপ্লেক্সগুলোতে বেশি ভিড় দেখা গেছে। যার মানে দাঁড়ায়- প্রচার নয়, ছবিটির মান ভালো। এই কৃতিত্বের দাবিদার নাকি পরিণীতি চোপড়া। ছবিতে তার অভিনয় দুর্দান্ত বলে উল্লেখ করছেন সিনেপ্লেক্স থেকে বের হওয়া দর্শকেরা। উল্লাসে ফেটে পড়েছেন কেউ কেউ।

জানা গেছে, মুক্তির প্রথমদিন ছবিটি ৪.৮৫ কোটি রুপি ঘরে তোলে। দ্বিতীয় দিন এই আয় বেড়ে দাঁড়ায় ৬.৪০ কোটি রুপি। ছবিটির তৃতীয় দিনের আয় ৮.০০ কোটি রুপি। আয়ের এই ধারাবহিকতা ঠিক থাকলে সপ্তাহ শেষে এই ছবিটি সুপার হিট আখ্যা পাবে নিঃসন্দেহে।

অনেকেই জেনে অবাক হয়েছেন যে, মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘হাসি তো ফাঁসি’। এই সিনেমায় পরিণীতি চোপড়া অভিনয় করেছেন একজন পাগল-বিজ্ঞানীর ভূমিকায়। আর ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা।

একই সঙ্গে কমেডি, নাটকীয়তা ও ত্রিভুজ ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ‘হাসি তো ফাঁসি’। ১৪১ মিনিটের এই ছবিটির আবহসঙ্গীত পরিচালনা করেছেন অমর মাঙ্গরুলকার। সঙ্গীত পরিচালনা করেছেন বলিউডের প্রথম সারির সঙ্গীত পরিচালক বিশাল-শেখর জুটি।

‘হাসি তো ফাঁসি’-র কাছে প্রায় মুখ থুবড়ে পড়েছে একই দিনে মুক্তি পাওয়া ‘হার্টলেস’ নামের অপর একটি ছবি। ‘হার্টলেস’ ছবিটির কলাকুশলী ও বাজেটকে এই জন্য দায়ী করা হচ্ছে। অন্যদিকে ‘হাসি তো ফাঁসি’র সাফল্যের পুরোভাগে রয়েছে পরিনীতি চোপড়ার হাসি।

(দ্য রিপোর্ট/এআর/এইচএসএম/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)