রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি পরিবর্তন
রাজশাহী সংবাদদাতা : হঠাৎ করেই রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি পরিবর্তন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লাকে বাদ দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আখতার জাহানকে।
রাজশাহী জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৌখিক নির্দেশেই রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে মেরাজ মোল্লাকে সরিয়ে দেওয়া হয়েছে। মেরাজ উদ্দিন মোল্লার বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়া এবং সাম্প্রতিক সময়ে তার ও তার ছেলেদের নানা বিতর্কিত কর্মকাণ্ডে দলের নেতাকর্মীরাও ছিলেন চরম ক্ষুব্ধ। এ বিষয়গুলো দলীয়প্রধান শেখ হাসিনা অবগত ছিলেন। শনিবার রাজশাহীর চারঘাট সফরে এসেই দুপুরে শেখ হাসিনা রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে মেরাজ উদ্দিন মোল্লাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া সংক্রান্ত বা সাবেক সভাপতি মেরাজ উদ্দিন মোল্লাকে তার পদ থেকে বহিষ্কার করার কোনো চিঠি এখনও পাননি তিনি।
প্রায় আট বছর আগে রাজশাহী জেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছিল। ওই কাউন্সিলে সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মদ ফারুককে সভাপতি ও ওমর ফারুক চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কিন্তু ছয় বছরের মাথায় যখন পূর্ণাঙ্গ কমিটি করা হয়, তখন তাজুল ইসলামকে বাদ দিয়ে সভাপতি করা হয় তৎকালীন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মেরাজ উদ্দিন মোল্লাকে। গত শনিবার হঠাৎ করে তাকে পরিবর্তন করে আখতার জাহানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল সম্মেলনকে সামনে রেখে ছয় বছর পর রাজশাহী জেলা আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির অনুমোদন দেওয়া হয় ২০১১ সালের ৮ অক্টোবর। তবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার আরও প্রায় দুই বছর পরে শুরু হয় রাজশাহী জেলা আওয়ামী লীগের তৃণমূলের সম্মেলন। যদিও এখনও শেষ হয়নি তৃণমূলের সম্মেলন। এতে করে জেলা আওয়ামী লীগের কাউন্সিলও করা যাচ্ছে না। সর্বশেষ জেলা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছিল ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর।
রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আখতার জাহানকে ভারপ্রাপ্ত সভাপতি করার বিষয়টি আমি শনিবার জেনেছি। তবে এখনও এ ধরনের কোনো চিঠি আমাদের কাছে আসেনি।’
(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)