দ্য ‍রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে আট সেনা নিহত হয়েছেন। খবর এএফপি’র।

ফারাহ প্রদেশের দিলারাম জেলায় রবিবার সেনা সদস্যদের বহনকারী গাড়িতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল জহির আজিমি।

নিহতরা ফারাহ প্রদেশ থেকে নিমরোজ প্রদেশের সেনাঘাঁটিতে যাচ্ছিলেন বলে জানান পার্শ্ববর্তী নিমরোজ প্রদেশের গর্ভনর মোহাম্মদ সারওয়ার সেবাত।

এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় শিকার করেনি। তবে তালেবানরা দেশটিতে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

(দ্য রিপোর্ট/কেএন/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)