দিনাজপুর সংবাদদাতা : জেলা বিএনপির সদস্য ও মোটর পরিবহন শ্রমিকনেতা আব্দুল কাইয়ুমকে (৪৫) আটক করেছে ডিবি পুলিশ। শহরের কাচারী ঘুমটির মোড় এলাকা থেকে সোমবার বেলা দেড়টায় তাকে আটক করা হয়। তিনি শহরের নিমনগর সিপাহীপাড়া এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম দ্য রিপোর্টকে জানান, ‘আটক আব্দুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের ওপর হামলার নায়ক। কাইয়ুমকে ডিবি পুলিশ দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুল চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি কাইয়ুমকে নির্দোষ দাবি করে দ্য রিপোর্টকে বলেন, কাইয়ুম জেলা বিএনপির একজন সদস্য ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী বাসস্ট্যান্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।

(দ্য রিপোর্ট/এমএইচআর/এমএইচও/এএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)