ইডেনে শচিন সম্মানে প্রতিকৃতি স্থাপন
দিরিপোর্ট২৪ ডেস্ক: ইডেন গার্ডেন স্টেডিয়ামে এবার প্রতিকৃতি স্থাপন করা হয়েছে লিটল মাস্টার শচিন টেন্ডুলকারের। ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্ট সিরিজকে সামনে রেখে এটি স্থাপন করা হয়েছে। ঘোষণাক্রমে এখানেই শচিন অংশ নেবেন তার ক্যারিয়ারের ১৯৯তম টেস্ট ম্যাচে।
প্রতিকৃতি স্থাপনের উদ্যোক্তা ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (ক্যাব)। ৫ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যরে এই প্রতিকিৃতি ড্রেসিংরুমের প্রবেশদ্বারের সামনে স্থাপন করা হয়েছে। সোমবার থেকে ভারত ইডেনে অনুশীলন শুরু করেছে। ওই দিন শচিনসহ ভারতীয় দল যখন ইডেন গার্ডেনে আসে; তখন মুল প্রবেশদ্বার থেকে ড্রেসিংরুম পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের স্বাগত জানায় একশ’ তরুণ তারকা। এসময় তাদের টি-শার্টে লিখা ছিল সামনে-‘স্বাগতম’ এবং পেছনে ‘লিটল মাস্টারের ১৯৯তম টেস্ট ম্যাচ’।
(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ০৪, ২০১৩)