২০১৩ সালের সেরা মার্কিন দাতা জাকারবার্গ
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের দাতাদের মধ্যে ২০১৩ সালে সবচেয়ে বেশি দান করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান।
এই তরুণ দম্পতি ফেসবুক স্টকের ১৮ মিলিয়ন শেয়ার দান করেছেন। যার মূল্য ৯৭ কোটি মার্কিন ডলারেরও বেশি। সিলিকন ভ্যালির একটি অলাভজনক সংস্থাকে গত বছরের ডিসেম্বরে এ অর্থ দেন জাকারবার্গ।
দ্য ক্রনিক্যাল অব ফিলানথ্রপি ম্যাগাজিন সোমবার ৫০ জন মার্কিনির বার্ষিক অর্থ সাহায্য দেওয়ার তালিকা প্রকাশ করেছে। জাকারবার্গ এই তালিকার শীর্ষে অবস্থান করছেন।
ম্যাগাজিনটি জানায়, শীর্ষ ৫০ জন মার্কিন দাতা মোট ৭.৭ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিয়েছেন। আরও ২.৯ বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তারা। সূত্র : এপি
(দ্য রিপোর্ট/কেএন/এসকে/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)