দ্য রিপোর্ট প্রতিবেদক : একটা গাছের নিচে বসে আছেন হাসান মাসুদ। সঙ্গে আছে তার দুই সহযোগী সিদ্দিক ও সুমন। এই তিনজনকে ঘিরে রেখেছেন উৎসুক জনতা। মানুষের নানা সমস্যার সমাধান দিচ্ছেন হাসান মাসুদ। কখনও লাউয়ের বিনিময়ে, কখনও আবার গৃহপালিত ছাগলের বিনিময়ে। টাকার বিনিময়েও দিচ্ছেন নানা পরামর্শ। কেননা, তিনি এখন পানিবাবা। একটু আগেই পানি থেকে উঠে এসেছেন মাসুদ ও তার সহযোগীরা। গ্রামের এক লোক সেই দৃশ্য দেখে চেঁচিয়ে সবাইকে জানিয়েছেন সেই ঘটনা। তারপর থেকেই বিপদে পড়া লোকজনের সাহায্য করছেন পানিবাবা। হঠাৎ লোকজন ক্ষেপে গেল কেন? হাসান মাসুদ, সিদ্দিক আর সুমনই বা দৌড়াচ্ছে কেন? জানতে হলে দেখতে হবে ‘পানিবাবা’ নাটকটি।

সম্প্রতি এমনই এক গল্প নিয়ে নাটক নির্মাণ করেছন পরিচালক সোহেল আলী। হাসান মাসুদ, সিদ্দিকুর রহমান, সুমন আলী ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন ইশানা।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘শতভাগ হাসির নাটক বানিয়েছি আমরা। গল্পের পেক্ষাপটে মাসুদ ভাই ও সিদ্দিক ভাইয়ের কমিক সেন্স ভালো লাগবে দর্শকদের। নাটকে কল্পনার একটি গানে ইশানাকে ঘিরে হাসান মাসুদ, সিদ্দিক ও সুমন আলীর অভিনয় দর্শকদের মনে আনন্দের খোরাক জোগাবে।’

রাজধানী ঢাকার একটি ফ্ল্যাটে বসবাস করা তিন বেকার যুবকের নানা ফন্দি-ফিকিরের ঘটনা হাস্যরসের মাধ্যমে উঠে এসেছে এ নাটকে। পাশের ফ্ল্যাটে বসবাস করা ইশানাকে কেন্দ্র করে এই তিন যুবকের দ্বন্দ্ব ও সংঘর্ষ উপভোগ্য। ইশানাও নাচিয়ে বেড়ান তিনজনকেই। যখন বিষয়টি জানাজানি হয়ে যায় তখন মাথায় আসে নতুন ভাবনা। সেই ভাবনা থেকেই হাসান মাসুদের পানিবাবা হয়ে ওঠা।

পরিচালক আরও বলেন, ‘ক্যামেরার কাজ, সম্পাদনা দুটোই ভালো হয়েছে পানিবাবার। নাটকটিতে অভিনয় করা লুকে হাসান মাসুদ ভাইয়ের দুই-একটা ইমেজ আমরা ফেসবুকে আপলোড করেছিলাম। সেই ছবির লাইক, শেয়ার ও কমেন্টস আমাদের বিস্মিত করেছে। দর্শক পানিবাবার জন্য অপেক্ষা করছে।’

এ ছাড়াও ‘কলওয়েটিং’ নামের নতুন একটি নাটক নির্মাণ করতে যাচ্ছেন এই পরিচালক। এরইমধ্যে নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম। শিগগিরই নাটকটির শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ‘পানিবাবা’ শিগগিরই এটিএন বাংলায় প্রচার হবে বলে জানান পরিচালক।

(দ্য রিপোর্ট/এআর/এমসি/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)