ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে রবিউল ইসলাম (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কলমনখালীতে। নিহত রবিউল সদর উপজেলার বেড়গোপিনাথপুরের আকুল মোল্লার ছেলে। সোমবার সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক ইমদাদ হোসেন জানান, সদর উপজেলার মধুপুর থেকে একটি বালুবোঝাই ট্রাক হরিপুর যাচ্ছিল। সকাল ১১টার দিকে ট্রাকটি কলমনখালিতে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা শ্রমিক রবিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)