শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ঈমান হোসেন (৩২)। বাড়ি জেলার ডামুড্যা উপজেলার ইকরি গ্রামে।
পুলিশ জানায়, নাঈম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-চ-৩২২৭) শরীয়তপুর থেকে গোসাইরহাটে যাচ্ছিল। বাসটি দুপুরে বাংলাবাজার বটতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এএসএস/একে/এএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১০)