দ্য রিপোর্ট ডেস্ক : নিজের বোনের বিয়েতেই উপস্থিত ছিলেন না পপ সংগীতদল ‘ব্যাকস্ট্রিট বয়েস’-এর সাবেক গায়ক ও আমেরিকান অভিনেতা নিক কার্টার। খবর এইচ শোবিজ সংবাদ সংস্থার।

জানা যায়, শনিবার ক্যালিফোর্নিয়ার পিরুর নিউহল ম্যানশনে স্বড়াম্বরেই অনুষ্ঠিত হয় নিকের বোন অ্যাঞ্জেলের বিয়ে। প্রেমিক কোরে কনরাডের সঙ্গেই তার বিয়ে হয়। কিন্তু বিয়েতে অনুপস্থিত ছিলেন নিক।

ইউএসের সাপ্তাহিক ম্যাগাজিন অনুযায়ী, ৩৪ বছর বয়সী নিক বোনের বিয়েতে উপস্থিত থাকার পরিবর্তে তার প্রেমিকা লরেন কিটের সঙ্গে আমেরিকার লাস ভেগাসে একটি ব্যাচেলর পার্টিতে যোগ দিয়েছিলেন।

জানা যায়, অ্যাঞ্জেলের আরেক ভাই নিকের জমজ অ্যারন কার্টার বিয়েতে উপস্থিত ছিলেন। নিজের বোনের বিয়ে ফেলে প্রেমিকাকে নিয়ে ব্যস্ত থাকা মোটেও ভাল চোখ দেখেননি বিয়েতে উপস্থিত স্বজন ও নিকের ভক্তরা।

(দ্য রিপোর্ট/পিআর/এমসি/ফেব্রুয়ারি ১০, ২০১৪)