ধামরাইয়ে শিশু অপহরণ, গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ
সাভার সংবাদদাতা : ধামরাইয়ে স্কুল থেকে শিশু অপহরণ করে নিয়ে যাওয়ার সময় দুই নারীকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। সোমবার দুপুর ২টার দিকে ধামরাই উপজেলার নান্দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
স্থানীয়রা জানান, স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তাসমিম, ফারজানা, রূপা, লাকী ও আঁখিকে নতুন কাপড় কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায় লিপি আক্তার ও কুলসুম আক্তার নামের দুই নারী। পরে তাদের নিয়ে সাটুরিয়া বাসস্ট্যান্ডে এলে অপহৃত ছাত্রী তাসমিমের বাবা আলী আজম মেয়েকে দেখে সামনে এগিয়ে যান। তিনি বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসীর সহযোগিতায় অপহরণকারীদের হাতেনাতে আটক করেন। তাদের নান্দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা হয়। মুহূর্তের মধ্যেই এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ওই স্কুলে এসে অপহরণকারীদের গণধোলাই দেন।
খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর হাত থেকে অপহরণকারীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে। এ সময় স্থানীয়রা অপহরণকারীদের পুলিশের হাতে তুলে দিতে বাধা দেন। এ সময় উভয়পক্ষ বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও লাঠিচার্জ করে। পাল্টা জবাবে এলাকাবাসী ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/এএস/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)