কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রির মৃত্যু

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরের নাবিরবহ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক (২৪) নামের এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. আজিম জানান, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নাবিরবহ গ্রামের একটি মসজিদে কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘঠনাস্থলেই মারা যান রডমিস্ত্রি ফারুক। নিহত ফারুক নীলফামারী জেলার ডোমার থানার কান্দাপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
(দ্য রিপোর্ট/এমএম/এএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)