দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রায়েরবাগ সাদ্দাম মার্কেটের সামনে বাসের ধাক্কায় ইসমাইল হোসেন নামের (১২) এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময়ে একটি বিআরটিসি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় ইসমাইল হোসেন। আহত অবস্থায় তাকে তার শিক্ষক মোহাম্মদ মোরসালিন স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে তার চাচা ইমরান হোসেন হাসপাতালে আসেন।

ইমরান হোসেন জানান, ইসমাইল রায়েরবাগ আল্লাহ করিম হিফজুল কোরআন মাদরাসায় পড়াশোনা করে। তার বাবার নাম ইকবাল হোসেন। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনেরগাঁও গ্রামে তার বাড়ি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোমিনুল হক চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, বিআরটিসির বাসটি আটক করা হলেও বাসের চালক পালিয়ে যান।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)