একশ বস্তা ইউরিয়া সার উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলা থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আমদানি করা ১০০ বস্তা ইউরিয়া সার পাচারকালে উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার বিকেলে মংলা উপজেলার কুমারখালী লেবার জেটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড ওই সার উদ্ধার করে। এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ বলেন, মংলা বন্দরে বিএডিসি’র আমদানি করা ইউরিয়া সার জাহাজ থেকে পাচারকারীরা ১০০ বস্তা সার চুরি করে ট্রলারযোগে পাচার করছে- এমন গোপণ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে সেখান থেকে ওই সার উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/এএস/এএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)