বিমানের ১৭ সিবিএ নেতার দুর্নীতি তদন্তে হাইকোর্টে রুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রেড ইউনিয়ন সিবিএ’র ১৭ নেতার দুর্নীতি তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুল জারি করে এ আদেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী সিভিল অ্যাভিয়েশনের সচিব, বিমানের ব্যবস্থাপনা পরিচালক, এনবিআরের চেয়ারম্যান, সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে এ রুলের জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নিজেনারেল বিশ্বজিৎ রায়।
এ বিষয়ে মনজিল মোরসেদ বলেন, ‘দুদক আইন ২০০৪ এর ১৯(১) (ক) ধারা অনুযায়ী, দুর্নীতির ব্যাপারে তদন্ত, অনুসন্ধান, সমন জারি এবং তথ্য প্রদানের জন্য নির্দেশনা দিতে পারে দুদক। এ আইনের ১৯(৩) ধারা অনুসারে নির্দেশনা অমান্যকারীর সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।’
তিনি বলেন, ‘বিমানের সিবিএ’র ১৭ নেতার দুর্নীতি তদন্তের জন্য দুদক গত ২৬ জানুয়ারি তাদের হাজির হওয়ার নোটিশ প্রদান করে। কিন্তু তারা হাজির হয়নি। এরপর দুদক কোনো প্রকার ব্যবস্থাও গ্রহণ করেনি তাদের বিরুদ্ধে।’
গত ২ ফেব্রুয়ারি জনস্বার্থে আদালতে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।
(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ১০, ২০১৪)