দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা পদ্ধতিতে ব্যাপক জালিয়াতির ঘটনা উদঘাটন করেছে বিবিসি’র অনুসন্ধানী সাংবাদিকতামূলক টিভি সিরিজ প্যানোরমা।

গোপন ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, ভিসা প্রার্থীরা ভুয়া পরীক্ষার্থীদের দিয়ে নিজেদের পরীক্ষা দেওয়াচ্ছেন।

ওই পরীক্ষাটির আয়োজন করেছিল ইংলিশ টেস্টিং সার্ভিস (ইটিএস) নামে একটি ফার্ম। ফার্মটি বিশ্বের ভাষাগত দক্ষতা পরীক্ষাকারী বড় ফার্মগুলোর একটি।

গত এক বছর ধরে বিবিসি প্যানোরমা জালিয়াতির মাধ্যমে স্টুডেন্ট ভিসার মেয়াদ বাড়ানোর সঙ্গে যুক্ত একটি চক্রের এই কর্মকাণ্ড গোপনে ক্যামেরাবন্দী করে।

বিবিসি’র দেওয়া এ প্রমাণগুলো ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রসচিব থেরেসা মে।

এ ঘটনার পর পরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইটিএসকে তাদের পরীক্ষার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।

বিবিসি’র ওই অনুসন্ধানে পরীক্ষায় জালিয়াতি ছাড়াও অন্যের ব্যাংক অ্যাকাউন্ট দেখানোর মাধ্যমে ভিসা নেওয়ার বিষয়টিও বেরিয়ে এসেছে।

প্রসঙ্গত, যুক্তরাজ্য সরকার প্রতিবছর অন্তত এক লাখ অ-ইউরোপীয় ছাত্রের ভিসার মেয়াদ বাড়িয়ে থাকে।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)