দ্য রিপোর্ট প্রতিবেদক : ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের কথা আওয়ামী লীগ কখনো বলেনি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জাতীয় প্রেস ক্লাবে সোমবার বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোজাম্মেল হক বলেন, ‘ইসলামী দল নয়, জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। যারা ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা করতে চায় তাদের রাজনীতি নিষিদ্ধ করার কথা এসেছে। আওয়ামী লীগ কখনোই ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেনি।’

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বদরুউদ্দিন উমর সাহেবরা বলেন, রাষ্ট্রভাষা বাংলার আন্দোলনে উনারা নাকি বঙ্গবন্ধুকে দেখেননি। উনার বাবার (বদরুউদ্দিন উমর) দৃষ্টিশক্তি ছিল না। উনি (বদরুউদ্দিন উমর) জ্ঞানপাপী। জ্ঞান থেকেও তিনি অন্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধু কারাবরণ করেছিলেন।’

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যবর্তী নির্বাচনের দাবির সমালোচনা করেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।

তিনি খালেদা জিয়ার প্রতি প্রশ্ন ছুড়ে বলেন, ‘সুর তুলেছেন মধ্যবর্তী নির্বাচনের। মধ্যবর্তী নির্বাচন কী শ্বশুড় বাড়ির আবদার? একটা নির্বাচন করতে কত টাকা খরচ হয়? আওয়ামী লীগের একটি নেতাকর্মী বেঁচে থাকতেও সংবিধানের বাইরে কিছু হবে না। মধ্যবর্তী নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই।’

বিএনপির আন্দোলনের সমালোচনা করে মান্নান খান বলেন, ‘খালেদা জিয়ার ইগোর কারণে তিনি নিজেই নয়, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে। আন্দোলন করে আমরা এখানে এসেছি। হাওয়ায় ভেসে আসিনি। গুণ্ডা-মাস্তান ভাড়া করে আন্দোলন হয় না। আপনার অবরোধের ডাকে কাক-পক্ষীও আসেনি। আপনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য জনগণ আন্দোলন করবে, জনগণ অত বোকা নয়। জনগণের উন্নয়নের কর্মসূচি থাকলে তা নিয়ে জনগণের কাছে যান।’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)