লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো. সারোয়ার হোসেন হিরনকে (১৮) রবিবার রাতে সন্ত্রাসীরা অপহরণ করে। পরে মোবাইল ফোনে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সোমবার দুপুরে দত্তপাড়া এলাকা থেকে হিরনকে উদ্ধার করে পুলিশ।

হিরন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তেরবাগ গ্রামের ব্যবসায়ী শাহ আলমের ছেলে।

অপহৃতের স্বজন আবুল কালাম জানান, অপহরণের শিকার মো. সারোয়ার হোসেন হিরন রবিবার বিকেলে তার নানারবাড়ি সদর উপজেলার পুনিয়ানগর গ্রামের মহিউদ্দিন মাস্টার বাড়িতে যান। পরে রাত ১০টার দিকে ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী ওই বাড়িতে মাইক্রোবাসে এসে অস্ত্রের মুখে সারোয়ার হোসেন হিরনকে গাড়িতে তুলে নিয়ে যায়।

অজ্ঞাতস্থান থেকে সোমবার সকালে সন্ত্রাসীরা সারোয়ারের মোবাইলের মাধ্যমে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে অবহিত করলে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে দুপুরে তাকে উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, কলেজছাত্র অপহরণের পর দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/এনইউ/এএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)