চাটমোহরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আটক ৪
পাবনা সংবাদদাতা : পাবনার চাটমোহর উপজেলার বোথড় গ্রামে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ চারজনকে আটক করেছে র্যাব। সোমবার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এবিএম ফারুকুজ্জামান জানান, কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ কয়েকজন চোরাকারবারি চাটমোহরের বোথড় গ্রামে অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বোথড় গ্রামের জনৈক জিএম নামের এক ব্যক্তির বাড়ি থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার ও চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, চাটমোহরের বোথড় গ্রামের জিএম (৬০), মুশাগাড়ি গ্রামের দুই ভাই রফিকুল ইসলাম (৩৫) ও আব্দুর রশিদ (৩২) এবং আটঘরিয়ার গোকুলনগর গ্রামের আব্দুর রহিম (৪৫)।
র্যাব কমান্ডার আরও জানান, মূর্তিটির ওজন ১৪ কেজি ৩৯৬ গ্রাম। যার আনুমানিক মূল্য কোটি টাকার উপরে হবে বরে ধারণা করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এসআর/এএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)