কলকাতায় কারাভোগ শেষে দেশে ফিরল ১৩ নারী
বেনাপোল প্রতিনিধি : দুই বছর কলকাতার আলীপুর মহিলা সেন্ট্রাল জেলখানায় কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শিশুসহ ১৩ নারী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্টে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে।
দেশে ফেরত আসা নারীরা হলেন- ঝরনা বেগম (৩৫), রূপা বেগম (৩৫), বেবি খান (২৬), শুভা শেখ (৩০), সালেহা শেখ (৩৫), রানী সরদার (২৫), আরিফা (৩০), আশা প্রেমানন (২৮), নূরজাহান (৩১), জুলি (২২), হামিদা (২৪), বিথি (২৫) ও প্রীতি বিশ্বাস (১)। এদের বাড়ি যশোর, ঝিনাইদহ, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহ জানান, কাজের প্রলোভন দেখিয়ে দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ২০১২ সালের প্রথম দিকে তারা ভারতে যান। ভারতের কলকাতা শহরে বিভিন্ন বাসাবাড়িতে তারা কাজ শুরু করেন। অবৈধভাবে বসবাসের অপরাধে কলকাতা পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আলীপুর মহিলা সেন্ট্রাল জেলখানায় পাঠায়। পরে কলকাতা বেঙ্গল সোসাইটির শেল্টার হোমে তাদের ঠাঁই হয়। সাজার মেয়াদ শেষ হলে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির এক পর্যায় তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। বিকেলে বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্টে বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ফেরত আসা নারীদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি থানা থেকে তাদের গ্রহণ করেছে।
(দ্য রিপোর্ট/জেএইচ/এফএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)