সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে পুলিশ। আশাশুনি থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির এ ঘোষণা দেন।

পুলিশ সুপার বলেন, ‘রাস্তা কেটে, গাছ কেটে, সড়ক অবরোধ করে যারা সাতক্ষীরাকে বিচ্ছিন্ন করে রেখেছিল, পরিকল্পিতভাবে যারা রাজনীতিবিদদের হত্যা করেছে, এ নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশ জিহাদ ঘোষণা করেছে।’

তিনি আরও বলেন, ‘যৌথবাহিনীর অভিযান শুরু হওয়ার পর সাতক্ষীরার পরিস্থিতি শান্ত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির নজিরবিহীন উন্নতি হয়েছে। দানবদের রুখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন আশাশুনি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মুজিবর রহমান, থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, আলমগীর আলম লিটন প্রমুখ।

(দ্য রিপোর্ট/ইকে/একে/এএস/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)