গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর-নবীনগর সড়কের বাড়ইপাড়া বাসস্ট্যান্ডে ওই নারী শিশুকন্যাকে নিয়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চন্দ্রা থেকে কবিরপুর পর্যন্ত সড়কে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/এএস/এমএফ/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)