ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুরে আলমসাধু উল্টে আয়নাল হোসেন (৪০) মারা গেছেন। নিহত আয়নাল একই উপজেলার আগুনিয়াপাড়ার মনোহর মণ্ডলের ছেলে। এতে চালকসহ আলমসাধুর পাঁচ যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেন। তিনি বলেন, শৈলকুপা যাওয়ার পথে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে বসন্তপুরে উল্টে যায়। এতে ঘটনাস্থলে আয়নাল হোসেন নামে এক যাত্রী নিহত হন। আহত হন চালকসহ পাঁচজন।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)