দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, ‘প্রহসনের নির্বাচনের মাধ্যমে বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করছে।’

তিনি বলেন, ‘সরকারের অমানবিক জুলুম থেকে জাতীয় নেতৃবৃন্দও রেহাই পাচ্ছে না। এরই ধারাবহিকতায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীকে গ্রেফতার করা হয়েছে।’

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীকে সোমবার গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ১৯ দলীয় জোট নেতা সংবাদপত্রে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘মাওলানা আব্দুল লতিফ নেজামীর মতো জাতীয় নেতাকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও বেশি সঙ্কটের দিকে ঠেলে দিল।’

সরকার ইচ্ছাকৃতভাবেই অরাজক পরিস্থিতি তৈরি করছে অভিযোগ করে তিনি বলেন, ‘কারণ জোর করে ক্ষমতা ধরে রাখতে দুঃশাসন কায়েম অত্যন্ত জরুরি। তাই তারা বিভীষিকা ও ভয়াবহ দুঃশাসন চালিয়ে মরণঘাতি খেলায় নেমেছে। বিরোধী সমালোচকদের মুখ বন্ধ করতে অত্যাচার, হত্যা, বিনা কারণে আটক, রিমান্ডের নামে পাশবিক নির্যাতন চালিয়ে সারাদেশে এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে সরকার।’

খালেদা জিয়া বলেন, ‘গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে ধরা এ অবৈধ সরকার শুধু বিরোধী দলের নেতাকর্মীদের রক্তের হোলিই খেলছে না, উপরন্তু বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অব্যাহত কুৎসা, অশ্লীল ও অরুচিকর বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে পঙ্কিলতার আবর্তে ঠেলে দিয়েছে। নিজেদের অপশাসন টিকিয়ে রাখতেই এরা বিরোধীদলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার, গুম ও অপহরণের মতো এক সর্বনাশা খেলায় মেতেছে।’

বিএনপি চেয়ারপারসন অবিলম্বে আব্দুল লতিফ নেজামীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়ে বলেন, ‘নিজেদের সংযত করুন, জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিন অন্যথায় জনগণের ক্রোধ থেকে রেহাই পাবেন না।’

(দ্য রিপোর্ট/টিএস/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)