দিনাজপুরে গুলি-পিস্তলসহ দুই যুবক আটক
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর শহরে পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকদের মধ্যে মিশন রোড এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদের ছেলে সুধান (২৫) ও একই এলাকার বাসিন্দা মৃত আজগর আলীর ছেলে ইসলাম (২৬)।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আলতাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার সময় শহরের মিশন রোড এলাকায় কোতোয়ালি থানার এসআই সোবহান অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। এ বিষয়ে এসআই সোবাহান জানান, অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে। অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/এমআই/এএস/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৪)