দ্য রিপোর্ট ডেস্ক : দুবাইতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের অনুশীলন ম্যাচে সোমবার দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। পাপুয়া নিউগিনিকে একেবারে উড়িয়ে দিয়েছে তারা। প্রথমে ব্যাট করে বাংলাদেশের যুবারা তুলেছিল ২৮১ রান। জবাবে নিউগিনি মাত্র ১১৬ রানে অল আউট হয়েছে। এ ছাড়া ওই দিন গা-গরমের ম্যাচে আরও জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

১৪ ফেব্রুয়ারি মূলপর্ব শুরুর আগে অনুশীলনটা ভালোই হল বাংলাদেশের। বড় ব্যবধানে জয়ের পথে ইয়াসির আলী হাফসেঞ্চুরি (৬২) করেছেন। এ ছাড়া বাংলাদেশের সাদমান ইসলাম (৪৯), মোসাদ্দেক (৩২) ও জয়রাজ শেখ (২৯) রান করেছেন। আসলে সবাই ব্যাট হাতে রান তুলেছেন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ তুলেছে ২৮১ রান। আর জয়ের জন্য বল হাতে একজন ছাড়া সবাই উইকেট পেয়েছেন। পাপুয়া নিউগিনিকে মাত্র ১১৬ রানে গুড়িয়ে দিতে মোস্তাফিজুর, মেহেদি ও রাহাতুল ২টি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশ ১৬৫ রানের জয় তুলে নিয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)