নড়াইলের কালিয়ায় ঘুম নেই প্রার্থীদের
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ প্রার্থী। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
প্রচারণা চালাতে প্রার্থী ও কর্মী-সমর্থকরা ঘুরে বেড়াচ্ছেন ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লায়। ভোটারদের কাছে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার।
দশম জাতীয় সংসদ নির্বাচনে এ উপজেলায় কবিরুল হক মুক্তি একক প্রার্থী থাকায় ভোটগ্রহণ হয়নি। তবে উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
চেয়ারম্যান পদে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা ইমদাদুল হক ও কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নওয়াবুল আলম ও বিএনপি নেতা আসজাদুর রহমান মিঠু। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- গোলাম মোস্তফা, শামিমুর রহমান, তারা মিয়া সরদার, সাজ্জাদুল হক, মো. জাকারিয়া মোল্লা ও মো. মোফাজ্জেল হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বিউটি আক্তার ও জোহরা খানম।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কালিয়া উপজেলা গঠিত। এখানে ভোটকেন্দ্র রয়েছে ৬৭টি। উপজেলায় মোট ভোটার এক লাখ ৪৬ হাজার ২৬২ জন। পুরুষ ভোটার ৭২ হাজার ১৩৯ জন এবং নারী ভোটার ৭৪ হাজার ১২৩ জন।
জেলা নির্বাচন অফিসার মো. মাজহারুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই নির্বাচনী সরঞ্জাম হাতে এসে পৌঁছবে।
পুলিশ সুপার মো. মনির হোসেন জানান, ৬৭টি কেন্দ্রের মধ্যে ৪৮ কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/আএস/একে/এএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)