রাজশাহীতে শিশুকে ধর্ষণের চেষ্টা
রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে প্রথম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিন্টু নামে একজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নূর জানান, শিশুকে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে মিন্টু ধর্ষণের চেষ্টা চালায়। বাড়িতে গিয়ে শিশুটি মায়ের কাছে অভিযোগ দেয়। খবর পেয়ে দুপুরে তাকে আটক করা হয়।
মিন্টুর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়ায়। দুই বছর আগে জমি কিনে সে নগরীর পশ্চিম বুধপাড়ায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিল।
ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন।
(দ্য রিপোর্ট/এমএইচজে/একে/এএস/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)